• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

হলুদে রাঙালো ইরেশ-মিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৩
ছবি : সংগৃহীত

হলুদে রাঙালো ইরেশ যাকের ও মিম রশিদ। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হলো এই হলুদ সন্ধ্যা। শুক্রবার এই আয়োজনে দুই পরিবারের কাছের বন্ধু ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ইরেশ-মিমের আংটি বদলের ছবি প্রকাশের পর বিষয়টি সবার সামনে আসে। যদিও তখন এই বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইরেশের মা নাট্যব্যক্তিত্ব সারা যাকের জানান, শুক্রবার সন্ধ্যায় দুই পরিবার মিলে ‘গায়ে হলুদ ও মেহেদী অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছে। এরপর আগামীকাল রোববার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে ইরেশ ও মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বছরের মার্চে নেপালের কাঠমান্ডুতে বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: শাহরুখের রিক্সায় আনুশকা-ক্যাট
--------------------------------------------------------

গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ইরেশ-মিমের পরিবারের সদস্যরা একসঙ্গে বসে আংটি পড়ানো এবং বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়। ইরেশ-মিম দুজনের পরিচয় অনেক আগে থেকেই।

নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও সারা যাকেরের ছেলে ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত উপস্থাপনা করেন।

শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রের অভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে মিম রশিদ ক্যামেরার পেছনে কাজ করেন। ছোট পর্দার জনপ্রিয় তারকা মিথিলার বোন মিম রশিদ।

আরও পড়ুন:

পিআর/এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে: ইরেশ
ভোট দিয়ে যা বললেন সারা যাকের