কষ্ট পাচ্ছেন লেডি গাগা
গত বছর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লেডি গাগা। হাসপাতাল থেকে এক টুইট বার্তায় জানিয়েছিলেন গানের মঞ্চে ফিরবেন। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকটি কনসার্টে গান গাইবার কথা গাগার।
তবে মার্কিন পপ তারকা গাগা এবার অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করেছেন। টুইটারের মাধ্যমে শনিবার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন গাগা। তীব্র ব্যথার কারণে 'জোয়ান ওয়াল্ড ট্যুর' শিরোনামে এ সঙ্গীত সফর বাতিল করেছেন গাগা।
আগামী সপ্তাহেই ইউরোপের লন্ডন ও ম্যানচেস্টার শহরে কনসার্ট করার কথা ছিল লেডি গাগার এই কনসার্ট। কিন্তু অসুস্থতার কারণে সেই কনসার্ট বাতিল করা হয়েছে। বর্তমানে বাড়িতেই আছেন গাগা।
টুইটারে দেয়া বিবৃতিতে কনসার্টের আয়োজকেরা জানিয়েছেন, গাগা খুবই দুঃখিত। ইউরোপীয় ভক্তদের জন্য পারফর্ম করতে না পারায় তিনি নিজেও কস্ট পাচ্ছেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: ক্যাটরিনা কি উড়তে জানেন?
--------------------------------------------------------
বেশ কিছু দিন ধরেই ‘ফাইব্রোমায়ালজিয়া’ নামের এক জটিল রোগে ভুগছেন তিনি। ২০১৬ সালে ইন্সটাগ্রামে প্রথম তিনি ভক্তদের এই খবর জানান। এরপর থেকে নিয়মিত তিনি চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন।
লেডি গাগার উপর নির্মিত ডকুমেন্টারি ‘ফাইভ ফুট টু’তেও তার এই অসুস্থতার বিষয় দেখানো হয়েছে। ১৯৮৬ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম লেডি গাগার। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সঙ্গীতজগতে যাত্রা শুরু হয় লেডি গাগার।
২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম ‘দ্য ফেম বাজারে’ আসে। পরের বছর আসে তার দ্বিতীয় অ্যালবাম ‘দ্য ফেম মনস্টার’। সবশেষ ২০১১ সালে মুক্তি পায় গাগার তৃতীয় অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’। গানের পাশাপাশি একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন:
পিআর/এম
মন্তব্য করুন