• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

আসছে ‘ন্যাশন ফার্স্ট’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৩

আসছে নতুন ধারাবাহিক নাটক ‘ন্যাশন ফার্স্ট’। এরই মধ্যে প্রতিদিনের ধারাবাহিক ‘ন্যাশন ফার্স্ট’ এর প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। কর্পোরেট লাইফ ও ফ্যামিলির যুক্ততা সবকিছু মিলিয়ে দেশকে এগিয়ে নেয়ার গল্প ন্যাশন ফার্স্ট।

এই ধারাবাহিকের চমক হচ্ছে অনেক নতুন মুখের সমাগমন, সাথে আছে অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা। নতুন-পুরাতনের মেলবন্ধন বলা যেতে পারে এই ধারাবাহিকের মূল ফ্রেম।

এই ধারাবাহিকে অভিনয় করছেন কাজী আসিফ, বাঁধন, ফুয়াদ, সুপ্রিয়া, স্নেহা, নেহা, কাজল সূর্বণ, শাওন খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, কালিন্দী কনা, ইলোরা গহর, ডমিনিক গোমেজ, সুষমা সরকার, শেলী আহসান, খায়রুল টিপু, সাইফ বাপ্পি, রিফাত, শপথসহ আরো অনেকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

নাটকটি রচনা করছেন রশীদ ইকবাল ও শাহজাহান সৌরভ। পরিচালনা করেছেন যৌথভাবে শুভ্র খান ও শ্রাবনী ফেরদৌস। প্রযোজনা প্রতিষ্ঠান পথিক। প্রতিষ্ঠানটির কর্ণধার তুহিন বড়ুয়া বলেন, আমি সবসময় প্রতিদিনের ধারাবাহিকের পক্ষে।

আর সে কারণেই গুলশান এভিনিউ, কাঁচের পুতুল, জননী, অগ্নিপথ সুপরিচিত এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়ে। আশা করছি আমাদের নতুন ধারাবাহিকটিও সাফল্য আনবে এবং দর্শকের পছন্দের তালিকায় অবস্থান করে নেবে।

জানা গেছে, শিগগিরই কোনো একটি বেসরকারী চ্যানেলে এই ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়