• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

সালমান-শাবনূরকে দেখে রোশান!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০১

লাখো তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক-নায়িকা সালমান শাহ ও শাবনূর। বাঙালির স্বপ্নের তারকা তারা। এই জুটির অভিনয় দেখে চলচ্চিত্রে এসেছেন এমন তারকার সংখ্যাও কম নয়।

জনপ্রিয় নায়ক আরিফিন শুভ, সাইমন সাদিকসহ এই তালিকায় আছেন আরও অনেকেই। অন্যদিকে হালের বেশির ভাগ নায়িকাকে প্রশ্ন করলেও তাদের আইডল হিসেবে শাবনূর নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়।

এবার তরুণ প্রজন্মের সুদর্শন নায়ক রোশান তার চলচ্চিত্রে আসার অনুপ্রেরণার দুটি নামের কথা জানালেন। আর এই নাম দুটি হলো সালমান-শাবনূর। গত ৩১ ডিসেম্বর রোশানের সঙ্গে দেখা হয়েছিল তার স্বপ্নের নায়িকা শাবনূরের। এসময় তারা খানিকটা সময় কথা বলেন। বেশ কিছু স্থিরচিত্র তুলেছিলেন সেদিন।

আর সেই স্থিরচিত্রসহ নিজের অনুভূতির কথা সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন রোশান। শাবনূরের সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মহানায়িকার আশীর্বাদ!!

রোশান বলেন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসতে শিখেছি মহানায়ক সালমান শাহ এর সেই মহান নায়িকা শাবনূর আপুকে দেখেই। আপুকে দেখলেই যেন সেই মহানায়কের চেহারাটাই ভেসে ওঠে চোখে! ভালোবাসা এবং শ্রদ্ধা আপু তোমাকে। বহুকাল বেঁচে থাকো!

এরই মধ্যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন রোশান। তার অভিনীত ‘বেপরোয়া’ নামে একটি ছবির শুটিং এখন শেষ পথে। ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ববি।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সালমান শাহ’র নায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
সালমান শাহ’র নায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত
আরটিভিতে আজ (২৪ অক্টোবর) যা দেখবেন
যে কারণে আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি