চিত্রনায়ক আমিন খান ও অভিনেত্রী এ্যানি খান একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘আবরণ’। গতকাল রাজধানীর বেশকিছু মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকের গল্পে প্রতারকের চরিত্রে দেখা যাবে আমিন খানকে। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন এ্যানি খান।
এ্যানি খান আরটিভি অনলাইনকে বলেন, গল্পে আমিন ভাইয়ের প্রেমিকার চরিত্রে দর্শক আমাকে দেখবেন। এতে আমিন ভাইয়ের চরিত্রটি প্রতারকের। তিনি বিভিন্ন সময়ের মিথ্যা কথা বলে মানুষের কাছে থেকে টাকা ধার করেন। এমনকি পরিচিতজনদের কাছে থেকে টাকা ধার করার জন্য তার একটি আলাদা ডায়েরিও আছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘চিৎকার শুনে সবাই অবাক’
--------------------------------------------------------
তিনি আরও বলেন, কিন্তু সেই টাকা আর ফেরত দেন না। একটা সময় আমাকে রেখে সে অন্য একটি মেয়েকে বিয়ে করে। শুধু তাই না আমাদের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সে আমার কাছে বিভিন্ন সময় টাকা নেয়। গল্পটি এভাবেই এগিয়ে যায়।
আমিন খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে এ্যানি খান বলেন, আমিন ভাই সম্পর্কে নতুন করে কি বলবো। উনি একজন গুণী অভিনেতা। তার অভিনীত অনেক সিনেমা আমি দেখেছি। এবার তার সঙ্গে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। নাটকটি সবার ভালো লাগবে বলে আশা করছি।
‘আবরণ’ নাটকটি পরিচালনা করেছেন রবিউল ইসলাম প্রধান। শিগগিরই নাটকটি একটি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:
এম/পি