• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

৩৩ পেরিয়ে ব্যান্ড অবসকিওর

পাভেল রহমান

  ০৩ এপ্রিল ২০১৮, ১৩:৪৫
ছবি: ফেসবুক থেকে নেয়া।

বাংলাদেশে ব্যান্ড সংগীতের চর্চায় তুমুল জনপ্রিয় নাম ‘অবসকিওর’। নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে দলটি পেরিয়েছে ৩৩ বছর। গত ১৫ মার্চ ৩৩ বছরের পথচলা পূর্ণ করেছে ব্যান্ড ‘অবসকিওর’। নতুন সদস্যদের নিয়ে এবার নতুন কর্মযাত্রা।

অবসকিওর ব্যান্ডের প্রধান ভোকাল সাইদ হাসান টিপু মঙ্গলবার আরটিভি অনলাইনকে বলেন, ‘গত ১৫ মার্চ আমরা ৩৩ বছর পূর্ণ করেছি। এই দীর্ঘ যাত্রায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। ৩০ বছর পূর্তি আমরা আয়োজন করে উদযাপন করেছিলাম। এবার তেমন আয়োজন করিনি। আগামী ৮ এপ্রিল চ্যানেল আইয়ে একটা লাইভ কনসার্টে অংশ নেবো।’

কিছুদিন আগেই অবসকিওর ব্যান্ডে নতুন সদস্য যুক্ত হয়েছে। এবার নতুন সদস্যদের নিয়ে এই কনসার্টে গান করবে অবসকিওর। টিপু বলেন, ‘আমাদের বর্তমান লাইনআপে আছেন টিপু (ভোকাল), শান্ত (গিটার), আবীর (গিটার, প্রিন্স (বেজ), রাব্বী (ড্রামস), বিনোদ (কি-বোর্ড), আজম (সাউন্ড)। এই সাতজনই এখন অবসকিওর ব্যান্ডের সদস্য।’

--------------------------------------------------------
আরও পড়ুন: আলাদা মঞ্চে চলচ্চিত্র দিবসের দুই উদ্বোধন
--------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘অবসকিওর-এর ৩৩ বছর। পুরোটা সময়ই নানা বাধার মধ্য দিয়ে পার হতে হয়েছে। গানের প্রতি অদম্য ভালোবাসা কোনো বাধাকেই স্থায়ী হতে দেয়নি। অশেষ কৃতজ্ঞতা জানাই যারা এই পুরোটা সময় আমাদের সাথে ছিলেন এবং আছেন। সবার ভালোবাসা আমাদের ভালো কিছু করার উৎসাহ আর প্রেরণা যোগাবে।’

ব্যান্ড ‘অবসকিওর’র শুরুটা ১৯৮৫ সালে খুলনায়। এরপর সারগাম স্টুডিও থেকে ১৯৮৬ সালে অবসকিওরের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। ‘অবসকিওর ভলিউম ১’নামের অ্যালবামটির আলোচিত ১২টি গানের মধ্যে অন্যতম হলো মাঝরাতে চাঁদ, ভণ্ড বাবা, মমতায় চেয়ে থাকা ইত্যাদি।

১৯৮৮ সালে প্রকাশ হয় দ্বিতীয় অ্যালবাম, সেটিও ছিল সেলফ টাইটেলড। এই অ্যালবামে তুমি ছিলে কাল রাতে, আঁধার ঘেরা স্বপ্ন, সন্ধ্যা আকাশ গানগুলো আলোচিত হয়। ১৯৯০ সালে প্রকাশিত হয় ‘স্বপ্নচারিণী’। এ পর্যন্ত ১২টি অ্যালবাম প্রকাশিত হয়েছে অবসকিওর ব্যান্ডের।

অবসকিওর ব্যান্ডের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘স্টপ জেনোসাইড’। এটি প্রকাশ হয় ২০১৭ সালে।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার রাস্তায় হেনস্তার শিকার গায়ক, অতঃপর…
বাংলাদেশের ওপর দিয়ে ব্যান্ডউইথ নিতে চায় ভারত, বিটিআরসির না
যে কারণে দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার
এমন বাজে অভিজ্ঞতার শিকার আমরা এর আগে হইনি: তাসরিফ খান