সিনেমা মুক্তির আগেই বিতর্কে জড়ালেন সাইফ কন্যা সারা আলি খান। এই নবাগত নায়িকার প্রথম সিনেমা ‘কেদারনাথ’র মুক্তির আগেই তার বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা।
তাদের অভিযোগ, যে ডেটগুলো সারা প্রথমে দিয়েছিলেন, এখন সেগুলোই ‘সিম্বা’ সিনেমার জন্য দিয়েছেন তিনি।
স্কাই প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের এক কর্মকর্তা হাইকোর্টে আবেদন করেছেন যে, পূর্ব প্রতিশ্রুতি পালনে সারাকে যেন নির্দেশ দেন আদালত।
পাশাপাশি সারার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। আদালতে প্রশ্ন উঠেছে, কোনও অভিনেতা বা অভিনেত্রী আগে থেকে দেয়া ডেট পরিবর্তন করতে পারেন কিনা বা অন্য কোনও সিনেমার জন্য দিতে পারেন কিনা।
--------------------------------------------------------
আরও পড়ুন : তৈমুর সম্পর্কে অদ্ভুত তথ্য দিলেন কারিনা
--------------------------------------------------------
অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয় সারাকে। অভিষেক কাপুর পরিচালিত সিনেমা ‘কেদারনাথ’র প্রধান অভিনেত্রী হিসেবে সারার কাজ করার চুক্তি হয়েছিল। তখন সারা মে থেকে জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন।
এদিকে সারার ম্যানেজার বলেন, জুনে শুটিং করতে পারবেন না সারা। এসময় সারা তার দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’র শুটিংয়ে ব্যস্ত থাকবেন। আদালতে অভিযোগ করা হয়েছে, সারা এভাবে চুক্তি ভেঙেছেন। আর এ কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরও পড়ুন :
এম/সি