• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

আরটিভির শুক্রবারের নাটক ‘চাঁদ কন্যা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০১৮, ১৭:০৯
ছবি: নাটকের দৃশ্য

শিউলির বাবা মারা গেছে অনেক আগেই। মা অসুস্থ। বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসলেও একটার সাথে আরেকটা না মেলায় বিয়ে হয় না। একদিন শিউলির খালাতো ভাই রাহিন ঢাকা থেকে ফোন করে জানায় যে, তার বন্ধু শিউলিদের গ্রামে বেড়াতে যাবে। কিন্তু রাহিন যাবে দুদিন পর।

বাড়িতে মেহমান আসবে ঢাকা থেকে। তাই যতদূর সম্ভব বাড়িটা পরিচ্ছন্ন করা হয়। এদিকে ঢাকা থেকে আসা মেহমান দেখতে গ্রামের সবাই শিউলিদের বাড়িতে হাজির হয়। রাহিনের বন্ধু রিফাত সঙ্গে শানুকে নিয়ে শিউলিদের বাড়ি আসে। কিন্তু শিউলি মায়ের আদেশে মেহমানদের সামনে ঘোমটা দিয়ে থাকে, কথা বলে ইশারায়।

হঠাৎ শানুর মা অসুস্থ- এমন খবর এলে শানু ঢাকায় চলে যায়। একদিন রিফাত শিউলির সাথে গ্রাম ঘুরতে বের হয়। রিফাত একজন নির্মাতা। একটি ডকুফিল্ম করতে শিউলিদের গ্রামে এসেছে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে গল্প।

--------------------------------------------------------
আরও পড়ুন : থানায় জিডি করলেন ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপন
--------------------------------------------------------

এমনটাই দেখা যাবে আরটিভির শুক্রবারের নাটক ‘চাঁদ কন্যা’র গল্পে। এটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। পরিচালনা করেছেন সরদার রোকন।

অভিনয় করেছেন জাকিয়া বারী মম, নাঈম, জনি, শিরীন আলম প্রমুখ। শুক্রবার, ১ জুন রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে।

আরও পড়ুন :

পিআর/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী রিভা কারাগারে, সিয়াম-নাঈম রিমান্ডে
নাঈম-তানিয়ার বিয়েতে যত শর্ত
হাত হারানো শিশু নাঈমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম