ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সিনেমায় অভিনয়ের নামে ‘কু-প্রস্তাব’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ৩০ জুলাই ২০১৮ , ০৫:২৮ পিএম


loading/img

এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। অভিনয় জগতে আসার পর তাকেও কাস্টিং কাউচের সম্মুখীন হতে হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের শুরুতে অভিনয়ে সুযোগ করে দেয়ার নামে তাকে ‘কু-প্রস্তাব’ দেয়া হয়। আর কাস্টিং কাউচকে কখনোই প্রশ্রয় দেবেন না বলে সাফ জানিয়ে দেন অদিতি।

এর ফলে নাকি তাকে আট মাস বসে থাকতে হয়। সেসময় তার হাতে কোনও কাজ ছিল না। ২০১৩ সালে ওই ঘটনার পর ২০১৪ সালে তার বাবা মারা যায়।

বিজ্ঞাপন

আর এই ঘটনার পর অনেকটা ভেঙে পড়েছিলেন তিনি। তবে সাহস হারাননি। আবারও নতুন উদ্যমে কাজে ফেরেন।

বলিউডের এই অভিনেত্রী বলেন, জীবনে সমস্যা থাকবেই। প্রতিবন্ধকতার মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের কাছে হার মানলে চলবে না।

অদিতি রাও হায়দারি ২০০৬ সালে দক্ষিণী মালায়লম সিনেমা ‘প্রজাপতি’র মাধ্যমে অভিষেক লাভ করেন। এরপর বলিউডে ভূমি, ওয়াজির, পদ্মাবত’র মতো সিনেমায় দেখা গেছে তাকে। পদ্মাবত সিনেমায় আলাউদ্দিন খিলজির প্রথম স্ত্রী মেহরউন্নিসার চরিত্রে অভিনয় করেন অদিতি।
 

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন  : সালমান-ক্যাট আবারও একসঙ্গে!
--------------------------------------------------------

শুধু অদিতি একা নন এর আগেও বেশ কয়েকজন বলিউড ও দক্ষিণী অভিনেত্রী কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। বিশ্বজুড়ে এখন বিষয়টি তুমুল আলোচিত।

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |