মজিদের ব্যবসার মধ্যে কর্মচারি নিয়োগ দেয় তার ছোট বোনের জামাই জামালকে। দোকানে হিসাবের ভেজালের সমস্যা লেগেই থাকে।
অন্যদিকে মজিদের ঘাউড়ামির মাত্রা বেড়ে যাওয়ায় তার বউ টুম্পা বাপের বাড়িতে চলে যায়। এর মধ্যে মজিদের বাড়িতে চলে আসে জামালের খালাতো বোন জোনাকি। জোনাকিকে জোর করে বিয়ে করতে চায় চেয়ারম্যানের ছেলে বাবুল।
একদিকে মজিদের ব্যবসা অন্যদিকে জোনাকিকে চেয়ারম্যানের ছেলের কাছ থেকে রক্ষা করতে গিয়ে নানা হাসির ঘটনা জন্ম দেয় ঘাউড়া মজিদ। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’।
-----------------------------------------------------
আরও পড়ুন : অভিনেতা আব্দুস সাত্তার আর নেই
-----------------------------------------------------
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরও রয়েছেন রোবেনা রেজা জুঁই, শামীম জামান, এ্যানি খান প্রমুখ।
আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। ঈদের দিন রাত ৮টা ৩০মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার শুরু হবে।
এম/পি