ঢাকা

হৃদয়-আনিকার ‘লুকোচুরি প্রেম’

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৯ সেপ্টেম্বর ২০১৮ , ০১:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‘চোখাচোখি দেখাদেখি তারপর/ লুকোচুরি প্রেম ভালোবাসা/ এলোমেলো করে দিলো আমায়/ আমি যে কতো বেশি ভালোবাসি/কী করে বোঝাবো তোমাকে’- জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের নতুন গান এটি।

বিজ্ঞাপন

গানের শিরোনাম ‘লুকোচুরি প্রেম’। এতে তার সহশিল্পী তাসনিম আনিকা। হৃদয় খান বলেন, গানের কথা-সুর ভীষণ ভালো লেগেছে। গানটি সবার মন ভরাবে বলেই আমার বিশ্বাস। আশা করছি গানটি সবাই শুনবেন।

গানটি এখন সবার জন্য উন্মুক্ত। স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ করা হয়েছে গানের ভিডিও। ঈদের বিশেষ টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে ‘লুকোচুরি প্রেম’ গানটি। গানের পাশাপাশি পুরো টেলিছবিটিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্সে।

বিজ্ঞাপন

রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে প্রশংসিত হয়েছে। ‘লুকোচুরি প্রেম’ গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। নিজের সুর-সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান, তার সঙ্গে আছেন তাসনিম আনিকা।

টেলিছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা প্রমুখ।

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |