ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

‘বীর’ শাকিব খান

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ , ০৪:৩৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

শাকিব খান নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘বীর’। পরিচালনা করবেন কাজী হায়াত। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো কাজী হায়াতের ছবিতে অভিনয় করবেন শাকিব। এটি পরিচালকের ৫০তম চলচ্চিত্র।  

বিজ্ঞাপন

‘বীর’ প্রযোজনা করছেন মোহাম্মাদ ইকবাল। এর আগে তিনি শুটার ছবিটি প্রযোজনা করেছেন। সেখানেও নায়ক ছিলেন শাকিব। নতুন ছবিতে শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা শ্রাবন্তীর কথা ভাবছেন প্রযোজক এমনটাই জানা গেছে। অল্প কিছুদিনের মধ্যে নায়িকা ও অন্যান্য বিষয় চূড়ান্ত হতে পারে জানিয়েছেন প্রযোজক। 

শাকিব খান এখন ‘কালপ্রিট’ ছবির শুটিং করছেন। শুরুতে ছবির নাম ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। এতে শাকিবের বিপরীতে আছেন বুবলী ও মৃদুলা। পরিচালনা করছেন শাহীন সুমন। এফডিসিতে গেল মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক শাহীন সুমন ও নায়ক শাকিব খান জুটির ২১তম ছবি ‘কালপ্রিট’। সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ ছবিতে অভিনয় করেন শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত লাভ ম্যারেজ, নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, একবুক জ্বালা, টাইগার নাম্বার ওয়ান, সন্তান আমার অহংকার ছবিগুলো উল্লেখযোগ্যে।

আরও পড়ুন :

এম/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |