প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিল্পী বিশ্বাসের গান (ভিডিও)
প্রধামমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গান গাইলেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। ‘জননেত্রী’ শিরোনামে গানের কথাগুলো এমন-
মা বাবা হারা এক এতিম
ফিরে এলো বাংলায়
শোকের কান্না বুকে চেপে
গণমানুষের মায়ায়
ওগো মমতাময়ী জননেত্রী
উন্নয়নে তোমার অবদান
গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন হারুন উর রাশিদ।
গানটি প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটিকে উন্নয়নের পথে দিনকে দিন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার জন্মদিন উপলক্ষে গানটি করেছি। আমি নিজেও অনেক তৃপ্ত। অন্তরের ভালোবাসা জড়িয়ে আছে গানটিতে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘পিতা’ শিরোনামে একটি গান গেয়েছিলেন শিল্পী বিশ্বাস। চলতি বছর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটির লিরিক ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।
‘জননেত্রী’ গানটির লিরিক ভিডিওটিও প্রকাশ করেছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেল।
উল্লেখ্য, শিল্পী বিশ্বাসের ‘কাগজের নৌকা’, ‘জান’, ‘তালাসহ বেশ কিছু অ্যালবাম প্রকাশ হয়েছে। হালের এই সঙ্গীতশিল্পী বিভিন্ন চ্যানেলে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি নিয়মিতভাবে স্টেজ শোতে অংশ নিচ্ছেন।
এম/সি/এমকে
মন্তব্য করুন