ডিরেক্টরস গিল্ড নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক অলিক
নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। এদিন এফডিসিতে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।
এদিকে আজ শনিবার দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন লাভলু। তিনি পেয়েছেন ২৫৯ ভোট, আর সাধারণ সম্পাদক হয়েছেন এস এ হক অলিক তিনি পেয়েছেন ২০২ ভোট।
এই নির্বাচনে লাভলুর নিকটতম প্রার্থী সৈয়দ আওলাদ। তিনি ভোট পেয়েছেন ১৭৩টি। আর অলিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৭৯টি ভোট।
এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন ৫২ জন। আর ভোটার ৪৯০ জন। ভোট দিয়েছেন ৪৫৬ জন। তাদের মধ্যে থেকে আগামী দুই বছরের জন্য ২০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠিত হবে।
নিচে ডিরেক্টরস গিল্ড নির্বাচনে বিজয়ীদের নাম ও ভোট সংখ্যা দেয়া হলো
সভাপতি: সালাউদ্দিন লাভলু (২৫৯)
সহ-সভাপতি: কচি খন্দকার (২৬৯), শহীদ রায়হান (২৩৬) বদরুল আনাম সৌদ (২০৫)
সাধারণ সম্পাদক: এস হক অলিক (২০২)
যুগ্ন সাধারণ সম্পাদক: হৃদি হক (৩১৩), ফরিদুল হাসান (২০১)
সাংগঠনিক সম্পাদক: তুহিন হোসেন (২৪৯)
অর্থ সম্পাদক: সাজ্জাদ শরীফ (২৪৬)
প্রচার সম্পাদক: পিকলু চৌধুরী (২৬৮)
কার্য নির্বাহী পরিষদ সদস্য- গাজী রাকায়েত (৩১৮), রাশেদা আক্তার লাজুক (২৮২), শিহাব শাহীন (২৬১), ফেরারী অমিত (২০৮), মারুফ মিঠু (১৮৩), শেখ রুমা (১৮২), শহীদ-উন-নবী (১৭৬), সাজ্জাদ সুমন (১৭৫), মোহাম্মদ দিদার (১৭৪) প্রীতি দত্ত (২৪৫)।
এই নির্মাতাদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নামী পরিচালক আমজাদ হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নির্মাতা কাওসার চৌধুরী। আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
আরও পড়ুন :
এম/জেবি
মন্তব্য করুন