ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

অক্ষয়ের বিরুদ্ধেই কি রাভিনার যৌন হেনস্থার অভিযোগ?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০১ অক্টোবর ২০১৮ , ০১:৩০ পিএম


loading/img

নানা পাটেকরের মতো নামী তারকার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আলোচনায় এসেছেন তনুশ্রী দত্ত। এবার সেই দলে যোগ দিলেন বলিউডের আরেক অভিনেত্রী রাভিনা।

বিজ্ঞাপন

এক টুইট বার্তায় অভিনেত্রী লিখেছেন, ‘কর্মক্ষেত্রে হেনস্থা হওয়া ঠিক কাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে বহু স্ত্রী/প্রেমিকারা নীরব দর্শক বা প্ররোচকের মতো। তাদের স্বামীরা অন্য অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করা হয়ে গেলে তাদের ক্যারিয়ার ধ্বংস করেন। এরপর নতুন কাউকে নিশানা করেন।’

অনেকেই বলাবলি করছেন, অক্ষয়ের স্ত্রী টুইংকেলকে উদ্দেশ্য করেই রাভিনার এই টুইট। কারণ একটা সময় রাভিনার সঙ্গে অক্ষয়ের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

বিজ্ঞাপন

রাভিনা একাই নন। বিভিন্ন সময়ে অক্ষয়ের সঙ্গে একাধিক নারীর নাম শোনা গিয়েছে। এদিকে বলিউডের একটা অংশ মনে করছে যদি নামী অভিনেতারা কাস্টিং কাউচের বিরুদ্ধে সোচ্চার হন তাহলে হয়তো এ ধরনের ঘটনা অনেকটাই কমে যাবে।

তনুশ্রী যখন নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ তোলেন এ সময় তাকে সমর্থন করেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতারের মতো তারকারা।

তনুশ্রীর দাবি, নানা পাটেকরের এই বদ স্বভাবের কথা সবারই জানা। তাইতো তিনি আহ্বান করেছেন সিনিয়র অভিনেতাদের তার সঙ্গে কাজে স্বীকৃতি জানাতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

এম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |