• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

অধরার বাজিমাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৮, ১২:৩৮
ছবি সংগৃহীত

অধরা খান। ২০১৫ সালে শাহীন সুমন এই নবাগতকে নিয়ে ‘মাতাল’ নামে ছবি নির্মাণের ঘোষণা দেন। তবে এ ছবির শুটিং শুরু হবার আগেই একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ নামে অন্য একটি ছবির কাজ শুরু করেন অধরা। এরপর শুরু হয় ‘মাতাল’র শুটিং।

‘পাগলের মতো ভালবাসি’ এবং ‘মাতাল’ ছবি শেষ করেই ‘নায়ক’ নামে আরও একটি ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে ক্যারিয়ারের তৃতীয় ছবি ‘নায়ক’র মাধ্যমেই গেলো ১৯ অক্টোবর চলচ্চিত্রে অভিষেক তার। পরের সপ্তাহেই অর্থাৎ ২৬ অক্টোবর নায়িকা অধরার ‘মাতাল’ ছবিটিও মুক্তি পায়। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিতে অধরার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। পরিচালনায় ইস্পাহানী আরিফ জাহান।

আর ‘মাতাল’-এ সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। দুই ছবি দেশের প্রায় ১৬০টি সিনেমা হলে মুক্তি পায়। আর দুটি ছবি দর্শক পছন্দ করেছেন। ফলে অধরা তার ঢালিউডের যাত্রাটা বেশ সফলভাবেই শুরু করলেন বলা যায়।

আগামী বছরে এই নায়িকার ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি মুক্তি পাবে। এছাড়া ইস্পাহানী আরিফ জাহান পরিচালত ‘ড্রিমগার্ল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আগেই। নতুন বছরে ছবিটির শুটিং শুরু হবে।

এদিকে ‘নায়ক’ ও ‘মাতাল’ ছবিতে দর্শকরা অধরাকে গ্রহণ করেছেন বলে জানান শাহীন সুমন। তিনি অধরাকে নিয়ে আরও একটি নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘বখাটে’।

অধরা খান বলেন, আমি একটি বিষয়ে সব সময় গুরুত্ব দিয়েছি। আর সেটি হলো ভালো কাজ করতে হবে। দর্শকের যে রেসপন্স আমি পাচ্ছি তা সবার টিম ওয়ার্কের ফলাফল। একা কোনও কিছুই করা সম্ভব না। তবে যদি একটি ভালো টিমের সঙ্গে কাজ করা যায় তা অনেকটা সহজ হয়ে যায়। আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতিটি সদস্যর প্রতি। আমি কৃতজ্ঞ আমার প্রতিটি দর্শকের প্রতি। যারা আমার ছবি হলে এসে দেখছেন। ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কাজের মাধ্যমে এই মূল্য ফিরিয়ে দেয়ার চেষ্টা করবো।

আরও পড়ুন :

এম/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত
অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
ঢাকার প্রথম ম্যাচ রাঙাতে মিরপুরে আসবেন নায়ক ইমনসহ এক ঝাঁক তারকা
সাদা বলে স্থায়ীভাবে কিউইদের অধিনায়ক স্যান্টনার