• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

আরটিভির ধারাবাহিক ‘অর্ধেক সত্য’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৮, ১৩:৩৫

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘অর্ধেক সত্য’। গেলো ২১ অক্টোবর থেকে অঞ্জন আইচ পরিচালিত ধারাবাহিকটি প্রচার শুরু হচ্ছে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ১০টায়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, জুঁই করিম, রিমি করিম, রুনা খান, ফারুক আহমেদ, মারজুক রাসেল, রাশেদ মামুন অপু, আ.খ.ম. হাসান, তারিক স্বপন, রোমানা স্বর্ণা, সুজাত শিমুল, সাবেরী আলম, আশীষ খন্দকার, নিশা ও টুটুল চৌধুরী।

গল্পে দেখা যাবে, মনসুর অত্যধিক ধূর্ত একজন লোক। শুধু সম্পত্তির কারণে সে তার স্ত্রীকে খুন করতে জঙ্গলে নিয়ে যায় এবং সমস্ত খুনের দায়ভার চাপায় তার এক আত্মীয়ের উপর। তার সেই আত্মীয় তারেককে অত্যন্ত সুকৌশলে বর্ডার দিয়ে ভারতে পার করে দেয়।

অন্যদিকে অফিসের একটা কাজে দিনার ঢাকার বাইরে যাচ্ছিল। খুবই আশ্চর্যজনকভাবে তাকে কিডন্যাপ করে একটি মেয়ে এবং কিডন্যাপ করে সুন্দর রিসোর্টে নিয়ে যায়। সে রিসোর্টে দিনারের সঙ্গে পরিচয় হয় এক আজব পাগলের। সে অনেক টাকা পয়সার মালিক কিন্তু পুরোপুরি সাইকো। বিশাল সাম্রাজ্য নিয়ে সে বিভিন্ন অপরাধমূলক কাজ করতো।

তবে সেখান থেকে সাইকো লোকটি ও ঐশী দিনারকে খুন করার দায়িত্ব পায়। কিন্তু সে দিনারকে খুন করে না বরং দিনারকে পালাতে সাহায্য করে। দিনারকে উদ্ধার করে গ্রামের এক মহিলা রহিমা। কিন্তু ঐ গ্রামের ওসমান তা বুঝতে পারে।

অন্যদিকে মনসুর দিনে দিনে তার শ্বশুরবাড়ির সম্পত্তি নিতে থাকে। কিন্তু মনসুরের স্ত্রী মারা যায়নি। তাকে উদ্ধার করে এক হিন্দু কাপালিক। এদিকে পাবনা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে ঐ গ্রামে এসে হাজির হয় দুই পাগল। এভাবে কাহিনি এগিয়ে যেতে থাকে।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশাররফ করিমের ‘অন্ধকারের গান’ মুক্তি পাচ্ছে আজ
আরটিভিতে আজ (৮ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৭ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৬ জানুয়ারি) যা দেখবেন