ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ক্যাটরিনার এক ঝলক (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ , ০৩:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, আমির খান ও ক্যাটরিনা কাইফকে এবার দেখা যাবে এক ছবিতে। ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে তারা অভিনয় করেছেন। এই খবর তো অনেকেই জানেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে ছবিটির একটি গানের টিজার।

বিজ্ঞাপন

'মনজুর-এ-খুদা'র টিজারে অন্যরূপে হাজির হলেন ক্যাটরিনা। পাশাপাশি আমির খান, ফাতিমা শেখ ও অমিতাভ বচ্চনকেও দেখা গেছে কয়েক ঝলক। কিন্তু নজর কেড়েছেন ক্যাটরিনা।

এর আগে 'শিলা কি জাওয়ানি' গানের সঙ্গে ক্যাটরিনার নাচ দর্শকের মাঝে ঝড় তুলেছিল। এরপর ‘চিকনি চামেলি’তেও নিজেকে অন্যরূপে মেলে ধরেছেন তিনি। এবার ‘মনজুর-এ-খুদা'তেও চমক দেখাবেন ক্যাট, টিজারে যেন তেমনটাই আভাস দিলেন।

বিজ্ঞাপন

অমিতাভ ভট্টাচার্যের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন অজয় ও অতুল। কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, সুখবিন্দর সিং ও অজয় গোগাভাল। আগামী ৮ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে 'থাগস অব হিন্দুস্তান'।

যেখানে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা শেয়ার করছেন 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। সেই সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

বলিউডে আমির খান মানেই যেন সুপারহিট ছবি। পিকে, দঙ্গল; এবারও কি আমির খান ব্লকবাস্টার হিসেবে 'থাগস অব হিন্দুস্তান'কে দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন, তা নিয়ে ইতিমধ্যেই চলছে আলোচনা। এখন দেখার অপেক্ষায় প্রেক্ষাগৃহে এবারও কতটা সফল হন আমির খান?

বিজ্ঞাপন

আরও পড়ুন :

পিআর/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |