• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

আবারও সিনেমা হলে ‘নায়ক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ নভেম্বর ২০১৮, ১৮:১৫

আবারও সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘নায়ক’ ছবিটি। গেল ১৯ অক্টোবর সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও অধরা খান অভিনীত ছবিটি। এটি মুক্তির পর দর্শকমহলেও বেশ প্রশংসিত হয়।

এদিকে আজ শুক্রবার ৯ নভেম্বর থেকে সারাদেশের ১২টি প্রেক্ষাগৃহে ‘নায়ক’ প্রদর্শিত হচ্ছে। আগামী সপ্তাহে আরও নতুন কয়েকটি বড় প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে ‘নায়ক’র প্রযোজনা প্রতিষ্ঠান।

মৌলিক গল্পের ছবিতে বাপ্পি-অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, রেবেকা, সুব্রত, শিমুল খান, আরজুমান্দ আরা বকুল, আমান রেজা, পাপিয়াসহ অনেকে। পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

পারিবারিক রোমান্টিক গল্পের ‘নায়ক’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় নায়িকা অধরা খানের। দ্বিতীয়বারের মতো প্রেক্ষাগৃহে নিজের ছবি প্রদর্শন নিয়ে বেশ আনন্দিত তিনি।

অন্যদিকে বাপ্পি চৌধুরী বলেন, ছবিটি দর্শকরা পছন্দ করেছেন। আবারও নতুনভাবে নতুন নতুন হলে ছবিটি দেখানো হচ্ছে। দর্শকদের বলবো আপনার পাশের হলে ‘নায়ক’ ছবিটি দেখুন। এই ছবিতে নতুন এক বাপ্পিকে খুঁজে পাবেন।

যেসব হলে চলছে ‘নায়ক’ চিত্রামহল (ঢাকা), গুলশান (নারায়ণগঞ্জ), বনানী (ফতুল্লা), চিত্রালী (খুলনা), মানসী (কিশোরগঞ্জ), কানন সিনেমা (ফেনী), মডার্ন (দিনাজপুর), তিতাস (পটুয়াখালী), মোহন (হবিগঞ্জ), মোহনা (কোনাবাড়ী), ঝংকার (বকশিগঞ্জ), বিজিবি (হালিশহর)।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে চা-শ্রমিকের বেশে দুই অধিনায়ক
মিরাজকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির
ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক সিয়াম
নায়ককে বিপাশার চুমু, অতঃপর...