• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আবারও বুবলী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩
ছবি সংগৃহীত

আবারও শাকিব খানের নায়িকা হয়ে আসছেন শবনম বুবলী। নামী চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের ৫০তম ছবি ‘বীর’র নায়িকা তিনি।

শুরুতে জয়া আহসান, বুবলীসহ আরও কয়েকজনের নাম শোনা যায় ছবির নায়িকা হিসেবে। এদিকে জয়ার সময় স্বল্পতা। অন্যদিকে ছবির শুটিং দ্রুত শুরু করতে চান সবমিলে বুবলীকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

বর্তমানে নির্মাতা কাজী হায়াৎ উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন। আগামী ১০ জানুয়ারির মধ্যে দেশে ফিরবেন তিনি। গুণী এই নির্মাতা দেশে ফিরলেই ছবির মহরত ও অন্যান্য শিল্পীদের সম্পর্কে জানানো হবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন এমডি ইকবাল ও শাকিব খান।

এর আগে শাকিব-বুবলী জুটির ‘ক্যাপ্টেন খান’, ‘সুপারহিরো’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ছবিগুলো মুক্তি পেয়েছে। বর্তমানে শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ছবিতে জুটি হয়ে কাজ করছেন তারা।

বুবলী জানান, কাজী হায়াৎ স্যার একজন গুণী নির্মাতা। তার মতো একজন পরিচালকের ছবিতে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। কোনও ছবিতে কাজের ক্ষেত্রে গল্পটাকে গুরুত্ব দেই আমি। এই ছবির গল্পটি শোনার পরেই দারুণ লেগেছে। আশা করছি ভালো একটি কাজ উপহার দিতে পারবো।

আরো পড়ুন :

এম/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন খাঁচায় বন্দি শবনম বুবলী
এবার পাকিস্তানে দেখা যাবে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’
কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী
নেতিবাচক চরিত্রে বুবলী