• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিয়ে করছেন ফারহান-শিবানি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:৫০

বহুগুণে গুণান্বিত অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও অভিনেত্রী-উপস্থাপকা শিবানি ডাণ্ডেকার নাকি বিয়ে করছেন। এমন গুঞ্জন বেশকিছু দিন ধরে শোনা যাচ্ছে। দুজনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রেম অতঃপর এই বিয়ের সিদ্ধান্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর, ফারহানের সন্তানদের সঙ্গে শিবানির সম্পর্কও ভালো। এসব কারণে এই সম্পর্কটি বিয়ে পর্যন্ত গড়াবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। এরপর তো ‘আশিকি-২’ এর নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় তার।

তবে শেষ পর্যন্ত হয়তো বর্তমান প্রেমিকা শিবানিকেই বিয়ে করবেন ফারহান এমনটাই শোনা যাচ্ছে।

ফারহান ও শিবানির পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি ‘আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।

সম্প্রতি দীপিকা-রণবীরের মুম্বাইয়ের রিসেপশনে গাঢ় সবুজ, সাহসী পোশাকে প্রেমিকের হাত ধরে ক্যামেরার সামনে পোজ দেন শিবানি। দুজনেই না-কি নিজেদের বিয়ে নিয়ে ভাবছেন। ২০১৮ সালে বেশ কয়েকটি আলোচিত বিয়ের সাক্ষী বলিউড। এবার দেখার বিষয় নতুন বছরে এই দুই তারকার প্রেমের সম্পর্ক সামাজিক স্বীকৃতি পায় কিনা।

আরো পড়ুন :

এম/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়