• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

বন্ধ হয়ে যাবে ‘কফি উইথ করণ’?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯

ভারতীয় জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’ বন্ধ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে।

তারকাদের হাঁড়ির খবর বের করতে আনতে জুড়ি নেই অনুষ্ঠানটির উপস্থাপক বলিউড নির্মাতা করণ জোহরের। নানা অজানা তথ্য এই শো-এর মাধ্যমে এতদিন প্রকাশ্যে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আর হয়ত এই শো দেখা যাবে না। আনন্দবাজার পত্রিকার খবর, সম্প্রতি ওই শো-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল। সেখানে গিয়ে নারীদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেন ওই দুই ক্রিকেটার।

কিন্তু তা সম্পাদনা না করেই দেখানো হয়। ফলস্বরূপ ওই দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠায় ভারতীয় দল। এর জেরেই ওই শো নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করে, এই শো-এর উপস্থাপক হিসেবে শো-এর বিষয় বা সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতামত থাকে করণের। তিনিও কেন তা নিয়ে যত্নবান নন, প্রশ্ন উঠছে তা নিয়েও।

নানা বিতর্ক চলছে তবে এ নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা করণ কেউই মুখ খোলেননি।

আরো পড়ুন:

এম/এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলার প্রসঙ্গে মুখ খুললেন ইমরান
কিয়ারার হাতঘড়ির দাম শুনে অবাক নেটিজেনরা
আমার ক্রাশ ছিল চাচাশ্বশুর : নীতু কাপুর
জাহ্নবীর বিউটি স্পট দেখতে চান কে, জানালেন অভিনেত্রী (ভিডিও)