• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

জমে উঠেছে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:৫৬

দর্শক মনকে তুষ্ট করতে বছরের প্রায়ই সময় ব্যস্ত থাকেন তারকারা। উপহার দেন সুন্দর সুন্দর কাজ। একই জগতের মানুষ হওয়া স্বত্বেও কাজের ব্যস্ততার কারণে তারকাদের পরস্পরের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে উঠে না। তাই শত ব্যস্ততাকে উপক্ষা করে বছরের একটি সময় মিলিত হন বার্ষিক বনভোজনের আয়োজনে। আর প্রতি বছরের মত ঢাকার অদূরে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে আজ সকাল থেকেই বসেছে রুপালি তারাদের মেলা।

সকালে বনভোজনে অংশ নেয়া সদস্য ও অতিথিদের লাল গালিচায় অভ্যর্থনা জানান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারন সম্পাদক জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এবারও একত্রিত হয়েছেন অভিনয়শিল্পীরা। কুশল বিনিময়, খেলাধুলা, আড্ডা ও গানে মেতেছেন তারকারা। একে অপরের সঙ্গে বহুদিন পর দেখা, আর তাই কাছে পেয়ে জড়িয়ে নিচ্ছেন প্রিয় বন্ধুকে। আর এজন্য পুরো উৎসবে পেয়েছে আলাদা মাত্রা।

বনভোজনে অংশ নেওয়া তারকাদের মধ্যে আছে- সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, অনন্ত জলিল, চিত্রনায়িকা কবরী, অঞ্জনা সুলতানা, অভিনেতা ডিপজল, ডন, কাবিলা, আমিন খান প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত হয়েছেন- রোজিনা, শিল্পী, শাকিবা, অপু বিশ্বাস, বাপ্পারাজ, নাসরিন, আলেকজান্ডার বো, সাইমন সাদিক, জয়, ইমন, সম্রাটসহ অনেকে।

সকাল ১০টা থেকেই উৎসবস্থলে অতিথিরা প্রবেশ করেন। তবে আয়োজক দলের সদস্যরা গতকাল রাতে সেখানে পৌঁছান। উৎসবে শুধু তারকা নয় উপস্থিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

সাধারন সম্পাদক জায়েদ খান জানান, ‘প্রায় দুই হাজার মানুষ নিয়ে আমাদের আয়োজন। ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয় শ শিল্পী একত্রিত হয়েছেন। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক পরিবেশনার এই আয়োজনে নাচ পরিবেশন করবেন একঝাঁক তারকা। অংশ নিচ্ছেন আঁচল, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, সাঞ্জু জন, অভি, সাইফ খান, জলি, বিপাশা, নীড় , অমৃতা, দিপালী।

জিএ/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
মমর নাম ভাঙিয়ে চলেন জায়েদ খান, অতঃপর...
মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি
নতুন পরিচয়ে জায়েদ খান