• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে ফিরে গেলেন অঞ্জু ঘোষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৩

‘মধুর ক্যান্টিন’ ছবির শুটিং-এ অংশ নিতে সম্প্রতি ঢাকায় এসেছিলেন অঞ্জু ঘোষ। কিন্তু শুটিং না করেই কলকাতায় ফিরে গেলেন এই অভিনেত্রী।

বেশ কিছু গণমাধ্যমের খবরে এসেছে ব্যক্তিগত কারণেই শুটিং না করে অঞ্জুর এই ঢাকা ত্যাগ। তবে সূত্রের খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও আশপাশের এলাকা শুটিং উপযোগী নয়।

এজন্য আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ওই এলাকায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। আর অঞ্জুর সিক্যুয়েন্সগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই। ফলে শুটিং না করেই ফিরতে হলো ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রীকে।

ধারণা করা হচ্ছে আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন শেষে অঞ্জু আবারও ঢাকায় ফিরে তার অংশের শুটিং করবেন। এর আগে ছবির অন্যান্য লোকেশনের শুটিং সম্পন্ন হবে।

২১ জানুয়ারি কলকাতা থেকে ঢাকায় আসেন অঞ্জু। ১ ফেব্রুয়ারি ‘মধুর ক্যান্টিন’র জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল তার। কিন্তু এদিনই বিকেলে ঢাকা ছাড়েন তিনি। ছবিটি পরিচালনা করছেন সাঈদুর রহমান সাঈদ।

‘মধুর ক্যান্টিন’ ছবিতে মধু দা’র স্ত্রী যোগমায়া চরিত্রে অভিনয় করবেন অঞ্জু। মধু দা’র চরিত্রে অভিনয় করছেন ওমর সানি। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধু দা’কে হত্যা করা হয়। তখনকার প্রেক্ষাপট নিয়েই ছবির গল্প। ছবির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানি, মৌসুমী, মহসীন পলাশ ও সোহানা সাবাসহ অনেকে।

অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন তিনি। ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’ ছবি। এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্র তাকে এনে দেয় রাতারাতি জনপ্রিয়তা। ১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

এম/ডি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আচরণে মুসলমানের ছাপ থাকায় অঞ্জুকে অনেকে এড়িয়ে চলত : চিরঞ্জিত