• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

পুলিশ সপ্তাহের ম্যাগাজিন অনুষ্ঠান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬

পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের একযোগে প্রচার হবে ‘মিলেছি মেলবন্ধনে’।

বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পরিবেশিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশেরই সদস্যরা।

রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও ফোয়ারাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে চমৎকার সেট।

সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা ও ইকুইপমেন্ট ব্যবহার করে ধারণ করা এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম’র (বার) শুভেচ্ছা বক্তব্য।

এছাড়াও থাকছে পুনাকের উপর একটি সচিত্র প্রতিবেদন, একক ও দ্বৈত সঙ্গীত, দলীয় নৃত্য, একটি নতুন দেশাত্ববোধক দলীয় সঙ্গীত, পুলিশের সাফল্যজনক কার্যক্রম ও সামাজিক সমস্যা নিয়ে রচিত দুটি নাট্যাংশ।

অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (এইচআর) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)। সার্বিক সমন্বয়ে মো. মাসুদুর রহমান পিপিএম, ডিসি, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, ডিএমপি, সালমা সৈয়দ পলি, পুলিশ সুপার ও মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, ডিএমপি।

উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ এর নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ শাহ জামান মিয়া।

এম/পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম