ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শপথ নিলেন নব-নির্বাচিত চলচ্চিত্র পরিচালকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ , ০১:৪৭ পিএম


loading/img

শপথ নিলেন সদ্য নির্বাচিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটির সদস্যরা। গতকাল (৩ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

এবার পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে (২০১৯-২০২০) সভাপতি ও মহাসচিব পদে পুর্ননির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন। নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছে বাদল-বজলুর প্যানেলের সদস্যরা।

উপ-মহাসচিব শাহীন সুমন, কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব আনোয়ার সিরাজী।

বিজ্ঞাপন

এছাড়া নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল ও ইলিয়াস ভূঁইয়া।

২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিএফডিসিতে পরিচালক সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ চলে। পরদিন ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |