ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সিনেপ্লেক্সের টিকিটে প্রযোজকের অংশ সরকার নির্ধারণ করে দেবে: তথ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০ , ০৬:১৮ পিএম


loading/img
ছবি সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সিনেপ্লেক্সের বিক্রি করা টিকিটে প্রযোজকের অংশ সরকার নির্ধারণ করে দেবে। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা জানান।

বিজ্ঞাপন

সভায় প্রযোজক-পরিচালক নেতারা জানান, সিনেপ্লেক্সের বিক্রিত টিকিট থেকে তারা তাদের ন্যায্য পাওনা পান না।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সিনেপ্লেক্সে একটি টিকিট বিক্রি করে ৪৫০ টাকা নেয়া হলে সেখান থেকে প্রযোজককে মাত্র ৫৫ টাকা দেয়া হয়। আর হলে ২৫০ টাকার টিকিট থেকে ৩৩ টাকা, ২০০ টাকার টিকিট থেকে ১৭ টাকা এবং ১৬০ টাকার টিকিট থেকে ১৩ টাকা প্রযোজক পান।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আগে বলতাম প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে, এখন বলছি হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। দেশে এক হাজার ৩০০ সিনেমা হল ছিল। গতবার ১৭০টি হলে চলচ্চিত্র মুক্তি দেয়া গেছে। এবার ৮০টির ওপর হল খুঁজে পাইনি।’

তথ্যমন্ত্রী  বলেন, ‘আপনারা বলছেন সিনেমা হল থেকে প্রযোজকরা টাকা পায় না। প্রথম দিকে আমরা সিনেপ্লেক্সগুলোতে একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দিতে পারি। পরবর্তী ধাপে আমরা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে যাই।’

‘সিনেপ্লেক্সে টিকিটের দাম কোনও জায়গায়ই ৩০০ টাকার কম নয়। সেখান থেকে প্রযোজক মাত্র ৩০ টাকা পাবেন, এটা হওয়া উচিত নয়।’

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘আমরা বাণিজ্য, শিল্প ও এনবিআরকে নিয়ে একটি যৌথ মিটিং ডেকে একটা নির্দেশনা খুব সহসা জারি করতে পারব বলে আশা করছি। প্রকৃতপক্ষে চলচ্চিত্রের বিশেষ করে সিনেমা হলের যে অবস্থা! অনেকগুলো হল বন্ধ হয়ে গেছে। হল না থাকলে তো চলচ্চিত্র বাঁচবে না। কারণ চলচ্চিত্র প্রদর্শনের মূল মাধ্যম হচ্ছে হল।’

এম/এসজে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |