যৌন হেনস্তার কথা প্রকাশ্যে বলব না: ফাতিমা সানা
অভিনেত্রী তনুশ্রী দত্তের সহজ স্বীকারোক্তির পর বলিউডে শুরু হয়েছিল হ্যাশট্যাগ মিটু আন্দোলন। এরপর একে একে বেশ কিছু তারকা নিজেদের যৌন হেনস্তার কথা প্রকাশ্যে শেয়ার করেছিলেন। কিন্তু সেই দলে নাম লেখাতে রাজি নন দঙ্গল খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে নারাজ তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘আমার জীবনের এই দিকটা নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করব না। যারা আমার খুব কাছের তাদেরকে বলতে পারি। যারা নিজেদের হেনস্তার কথা প্রকাশ্যে বলেছেন তাদের নিয়ে বিচার শুরু হয়েছে। আমাকেও সকলে বিচার করুক, আমি চাই না।’
তবে অনেকে যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলায়, লাভ হয়েছে বলেও মনে করেন ফাতিমা। যারা নারীদের হেনস্তা করতেন, ক্ষমতার অপব্যবহার করতেন, তারা এখন সতর্ক। সকলের সামনে মুখোশ খুলে যাওয়ার ভয়ও রয়েছে।
ফাতিমা ৯০ এর দশকে বলিউড চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন। তিনি যথাক্রমে কমেডি চলচ্চিত্র, রোমান্টিক চলচ্চিত্র ও অনুপ্রেরণামূলক চলচ্চিত্রে অভিনয় করেন। ফাতিমা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা চাচি ৪২০, দঙ্গল, থাগস অব হিন্দুস্থান।
জিএ/এসএস
মন্তব্য করুন