• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

শেষ হলো ঐতিহাসিক লালন স্মরণোৎসব

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ২৩ মার্চ ২০১৯, ১৫:০৭

দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীতে চলা ঐতিহাসিক লালন স্মরণোৎসব শেষ হয়েছে। শুক্রবার রাতে লালন একাডেমির মূল মঞ্চে আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে বিশাল এই উৎসবের সমাপ্তি ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন।

ইতোমধ্যে উৎসবস্থল ছেড়ে লালন অনুসারী ও ভক্তরা নিজ বাড়িতে ফিরেছেন।

বাউলদের আত্মা খাঁটি করে গড়ে তুলতে বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়ীতে প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমার রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা।

-------------------------------------------------------
আরও পড়ুন : ব্যস্ত এখন সৌমি
-------------------------------------------------------

এবারও ২০ মার্চ থেকে এ লালন উৎসব শুরু হয়। আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে ছিল লালন মেলা। আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ ও নিজেকে শুদ্ধ করতে দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা আখড়াবাড়ীতে এসেছিলেন। উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন :

জিএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়