• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

২৫ মার্চের কালরাত স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৯, ১৬:৩৮

২৫ মার্চের ভয়াল কালরাতকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লালযাত্রা’। আয়োজক দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে ২৫ মার্চ (রোববার) বিকেল সাড়ে ৫টায় একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত।

এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ কয়েকটি দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে শহীদদের সম্মানার্থে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এবারের লাল যাত্রা। ‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দ’র।

গত নয় বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

রাহুল আনন্দ বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল-হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়...।’

প্রাচ্যনাটের প্রচার সম্পাদক শশাঙ্ক সাহা বলেন, ‘প্রতিবারের মতোই এবারের আয়োজনেও সবাই আমাদের সঙ্গী হবেন, এটাই প্রত্যাশা করি।’

জিএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরির অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয়
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার