• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

ঢাকায় চিকিৎসা নিচ্ছেন সঙ্গীতশিল্পী খুরশীদ আলম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৯, ১৮:৩৫

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আলম। শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাত ৩টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

আজ শনিবার বেলা তিনটায় খুরশীদ আলমকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বগুড়া থেকে ঢাকায় পৌঁছায়। এখন তিনি রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খুরশীদ আলম আহত হন। বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন তিনি। এরপর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছিলেন, ‘উদ্বেগের কোনও কারণ নেই। খুরশীদ আলমের অবস্থা স্থিতিশীল। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার। তাই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। খুরশীদ আলমের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে।

এম/পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইং স্টেটেই কপাল পুড়ছে কমলার! 
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে সরকারকে নোটিশ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৮৩ প্রবাসী
সেপ্টেম্বরে সর্বোচ্চ আয় একতা এক্সপ্রেসের, সর্বনিম্ন করতোয়ার