টেলিভিশন অনুষ্ঠান প্রযোজকদের ভোটগ্রহণ চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৬ এপ্রিল ২০১৯ , ০২:০০ পিএম


টেলিভিশন অনুষ্ঠান প্রযোজকদের ভোটগ্রহণ চলছে

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ বেশ উৎসাহ নিয়েই শুরু হয়েছে। রাজধানীর গুলশান ১-এ অবস্থিত ইমানুয়েল কনভেনশন সেন্টার হলে সকাল ৯টা থেকে ভোটের কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এবারের ভোটার সংখ্যা ১৭৯জন। যেহেতু সংগঠনের গঠনতন্ত্রে প্যানেল করার নিয়ম নেই, সুতরাং সমমনা প্রার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ছেন। দুই জোটে প্রার্থী সংখ্যা ৫৪ জন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ হাসান ইমাম। তার সহযোগী কমিশনার হিসেবে আছেন এসএম মহসিন ও খায়রুল আলম সবুজ।

বিজ্ঞাপন

একটি জোটে সভাপতি পদে ইরেশ যাকের, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। অন্যজোটে সভাপতি পদে মনোয়ার হোসেন পাঠান, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান মুজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সহ-সভাপতির ৩টি পদের বিপরীতে প্রার্থী আছেন ৬ জন। তারা হলেন সাজ্জাদ হোসেন দোদুল, জহির আহমেদ, তারেখ মিন্টু, দেওয়ান হাবীব, এসএম এহসানুল আজিম ও আনসারুল আলম লিংকন। সহ-সাধারণ সম্পাদকের দুটি পদের বিপরীতে লড়ছেন কাজী রিয়াজ হোসেন নয়ন, রেজাউল হক রেজা, সৈয়দ ইরফান উল্ল্যাহ, সায়েদুজ্জামান তালুকদার মিঠু। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন কাজী আবু বকর সিদ্দিকী। 

 

বিজ্ঞাপন

জিএ/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission