• ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
logo

টেলিভিশন অনুষ্ঠান প্রযোজকদের ভোটগ্রহণ চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০১৯, ১৪:০০

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ বেশ উৎসাহ নিয়েই শুরু হয়েছে। রাজধানীর গুলশান ১-এ অবস্থিত ইমানুয়েল কনভেনশন সেন্টার হলে সকাল ৯টা থেকে ভোটের কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের ভোটার সংখ্যা ১৭৯জন। যেহেতু সংগঠনের গঠনতন্ত্রে প্যানেল করার নিয়ম নেই, সুতরাং সমমনা প্রার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ছেন। দুই জোটে প্রার্থী সংখ্যা ৫৪ জন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ হাসান ইমাম। তার সহযোগী কমিশনার হিসেবে আছেন এসএম মহসিন ও খায়রুল আলম সবুজ।

একটি জোটে সভাপতি পদে ইরেশ যাকের, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। অন্যজোটে সভাপতি পদে মনোয়ার হোসেন পাঠান, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান মুজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সহ-সভাপতির ৩টি পদের বিপরীতে প্রার্থী আছেন ৬ জন। তারা হলেন সাজ্জাদ হোসেন দোদুল, জহির আহমেদ, তারেখ মিন্টু, দেওয়ান হাবীব, এসএম এহসানুল আজিম ও আনসারুল আলম লিংকন। সহ-সাধারণ সম্পাদকের দুটি পদের বিপরীতে লড়ছেন কাজী রিয়াজ হোসেন নয়ন, রেজাউল হক রেজা, সৈয়দ ইরফান উল্ল্যাহ, সায়েদুজ্জামান তালুকদার মিঠু। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন কাজী আবু বকর সিদ্দিকী।

জিএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি
সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চাই না: সিইসি
গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান
ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে: রেজাউল করিম