ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভারতীয় ক্রিকেটারদের মুখে দাড়ি কেন, প্রশ্ন ঋষি কাপুরের

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ , ০২:২০ পিএম


loading/img

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ সন্নিকটে। এ উপলক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। আর এসব খেলোয়াড়ের ছবি দেখে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের মনে কৌতূহল জেগেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের ছবি সম্বলিত একটি পোস্ট করেছে তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিকে কেউ রেফারেন্স হিসেবে নিবেন না। কিন্তু আমাদের অধিকাংশ  খেলোয়াড়ের মুখভরা দাড়ি কেন? নিশ্চয়ই দাড়ি ছাড়া তাদের স্মার্ট ও ড্যাশিং লাগবে। শুধু মতামত দিলাম!’

ঋষি কাপুরের পোস্টটি পড়ে অনুসারীরা মতামত দিচ্ছেন। কেউবা সমালোচনা করছেন। কেউ কেউ মজা করে মতামত দিচ্ছেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। এতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাসহ ১৫ সদস্যের খেলোয়াড়ের ছবির কোলাজ শেয়ার করেছেন ঋষি।

বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত। গেল বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন তিনি। সঙ্গী হিসেবে আছেন স্ত্রী নীতু কাপুর। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে মা কৃষ্ণরাজ কাপুরের মৃত্যুর খবরের পরও দেশে ফিরতে পারেননি।

বিজ্ঞাপন

 

জিএ/এস  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |