• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভিসা বাতিলের পর ফেরদৌসকে কালো তালিকাভুক্ত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ এপ্রিল ২০১৯, ২২:৩৪
ছবি: ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করা হয়েছে।

এছাড়া দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন এবং কালো তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মঙ্গলবার প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে মন্ত্রণালয়টির একটি বিবৃতির বরাত দিয়ে এসব কথা জানায় ভারতীয় গণমাধ্যমটি।

এতে বলা হয়, ফেরদৌসের ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিষয়ে ব্যুরো অব ইমিগ্রেশনের প্রতিবেদন পাওয়ার পর এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লোকসভা নির্বাচন উপলক্ষে রোববার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালের প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এসময় পশ্চিমবঙ্গের অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী পায়েল সরকারও উপস্থিত ছিলেন।

সোমবার ভারতের নির্বাচন কমিশন জানায়, মডেল কোড অব কন্ডাক্টে (এমসিসি) নির্দিষ্ট করে বলা হয়নি যে একজন বিদেশি কোনও রাজনৈতিক দলের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না।

অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার সঞ্জয় বসু বলেন, এমসিসি এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি। যদি কেউ অভিযোগ করে, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিদেশিকে দলের প্রচারণায় ব্যবহার করায় তৃণমূল প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালের বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ দায়ের করে।

কে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশাল এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
নতুন বাংলাদেশের স্বপ্ন সবাইকে ধারণ করতে হবে: খসরু
চমক রেখে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বিসিবির
বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা