• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দেবের প্রেমিকার সরল স্বীকারোক্তি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ এপ্রিল ২০১৯, ১৯:৩৫

কলকাতার বাংলা ছবির সুপারস্টার দেব। অভিনেতার পাশাপাশি সফল প্রযোজকও তিনি। এছাড়া রাজনীতির মাঠেও তার সরব উপস্থিতি। দীর্ঘদিন ধরেই প্রেম করেছেন মডেল কাম নায়িকা রুক্মিণী মৈত্রের সঙ্গে। প্রেমিক দেবের হাত ধরেই সিনেমায় আগমন তার।

একটা সময় তাদের একে অপরের প্রেম নিয়ে ইন্ডাস্ট্রিতে জলঘোলা কম হয়নি। ভারতীয় গণমাধ্যমের খবর, দেব বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। তাই সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন আগেই, রুক্মিণী তার বান্ধবী।

অন্যদিকে রুক্মিণীর দিক থেকে সম্বোধন ছিল‘বন্ধু’। দেব তার বন্ধু ও পরিবার। কিন্তু কখনও প্রেমিক এ কথা স্বীকার করেননি। এবার প্রকাশ্যেই দেবকে ‘ভালোবাসি’ বললেন রুক্মিণী।

বর্তমানে লোকসভা ভোটের প্রচারে এখন ভীষণ ব্যস্ত দেব। সে কারণে সিনেমার কাজও এখন কিছুটা কমিয়ে দিয়েছেন এই নায়ক।

শিগগিরই এই নায়ক অভিনীত ‘কিডন্যাপ’ ছবিটি মুক্ত পাবে। পরিচালনা করেছেন রাজা চন্দ। এই ছবিতেও প্রেমিকা রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব। কিন্তু ছবির প্রচারণা নয় বরং ভোটের প্রচারেই এখন বেশি ব্যস্ত দেব। ফলে সময় নেই বান্ধবীর জন্যও। এ কথা জানালেন রুক্মিণী নিজেই। তিনি প্রেমিককে খুব মিস করছেন।

শুক্রবার রুক্মিণী টুইট করেন, ‘দেব তুমি খুব ব্যস্ত, কোনও সময় নেই। তাই আমি ভাবলাম, এটাই তোমাকে বলার সেরা সময়, আমি তোমাকে ভালোবাসি।’

রুক্মিণীর এই টুইট বার্তা দেখে কানাকানি শুরু হয়েছে প্রেম আর আগুন কখনও চাপা থাকে না। একটা সময় তা প্রকাশ হবেই।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...