শিল্পকলায় বছরব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
বছরব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, সেতার, সরোদ, বাঁশি বাদন এবং ছয় মাসব্যাপী স্টাফ নোটেশন কোর্সসহ বেশকিছু প্রশিক্ষণ কোর্স সফলতার সঙ্গে আয়োজন করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এরই ধারাবাহিকতায় এবছর বড় পরিসরে দশটি বিষয়ে বছরব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
১ মে ২০১৯ বুধবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ৩য় আবর্তনের নতুন কোর্সসমূহের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রশিক্ষণ কোর্সগুলো হল শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, সাধারণ সঙ্গীত (শিশু), লোকসঙ্গীত, বাঁশি, সেতার, সরোদ, দোতরা, বেহালা, স্টাফ নোটেশন ও পিয়ানো বাদন। প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করছেন একাডেমির ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) আনিসুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর বিভিন্ন বিষয়ে প্রায় চারশত শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
জিএ/জেবি
মন্তব্য করুন