• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সুবীর নন্দীর হার্টে রিং পরানো হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০১৯, ২০:০৭

বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা চলছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে আজ রোববার (৫ মে) সকালে আবারও হার্ট অ্যাটাক হয় তার। দ্রুতই শিল্পীর হার্টে চারটি রিং পরান ডাক্তাররা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক এবং সুবীর নন্দীর পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, ‘রোববার বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে আরেক দফা (তৃতীয় দফা) হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। এরপর দ্রুতই অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে চারটি রিং বসান চিকিৎসকরা। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।’

উল্লেখ্য, গেল ১৪ এপ্রিল পয়লা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয়।

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

এম/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে যানজট, দুঃখ প্রকাশ বিএনপির
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
এইচএমপিভি ভাইরাস যেভাবে ছড়ায়, চিকিৎসা ও প্রতিরোধ
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু