ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নতুন গানে ঈশিতা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৮ মে ২০১৯ , ০৬:০৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

রুমানা রশীদ ঈশিতা। ছোটপর্দার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী। শৈশব থেকেই অভিনয়-গানের সঙ্গে জড়িত তিনি। ভক্তরা এই প্রিয়দর্শিনীকে নায়িকা-গায়িকা হিসেবেও পেয়েছেন। এছাড়া পরিচালক ও লেখক হিসেবেও তার সুনাম আছে।

বিজ্ঞাপন

বিয়ে, সংসার ও সন্তান নিয়ে বেশ কয়েক বছর ব্যস্ত ছিলেন ঈশিতা। ফলে মিডিয়া থেকে কিছুটা দূরে ছিলেন তিনি। ১৬ বছরের বিরতি ভেঙে গত বছরের শেষ দিকে নতুন মৌলিক একটি গান নিয়ে হাজির হয়েছিলেন মিডিয়া জগতে। 

এবার আরেকটি নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘আমার অভিমান’। মৌলিক এই গানটি কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন ছিলেন শাহরিয়ার আলম মার্সেল।

বিজ্ঞাপন

ঈশিতা জানান, মৌলিক একটি গানে কাজ করছি। গানটির কথা খুব ভালো। ভিডিও থিমটিও বেশ ভালো। আগামী সপ্তাহে মিউজিক ভিডিও নির্মাণ শেষ হবে। গানটি ঈদে জি-সিরিজ থেকে প্রকাশ করা হবে।

 

জিএ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |