শুধু এমপি-মন্ত্রী নন, রীতিমতো তারকাখচিত শপথগ্রহণ অনুষ্ঠান হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় ৮ হাজার অতিথি। আমন্ত্রিতদের তালিকায় বাদ ছিলেন না রুপালী পর্দার তারকারাও।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, কঙ্গনা রানাওয়াত, রজনীকান্ত, জিতেন্দ্র, অনুপম খের, শহিদ কাপুর, বনি কাপুর, আশা ভোঁসলে, অনিল কাপুর, হেমা মালিনী, মীরা রাজপুত কাপুর, সুশান্ত সিং রাজপুত, কপিল শর্মা, রাজকুমার হিরানি, সিদ্ধার্থ রায় কাপুর প্রমুখ।
এছাড়াও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে শাহরুখ খান, সঞ্জয়লীলা বনশালি, বিবেক ওবেরয়, বোমান ইরানি, অভিষেক কাপুর, কাজল আগরওয়ালসহ আরও বেশকিছু তারকার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও তাদেরকে সেখানে দেখা যায়নি।
লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারকে বিভিন্নভাবে সমর্থন জানিয়েছিলেন বেশ কিছু বলিউড তারকা।ভোটের আগে নরেন্দ্র মোদির কথা রেখে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছিলেন শাহরুখ। গেয়েছিলেন ‘করো মতদান’ নামের একটি র্যাপ গান। সেসময় টুইটারে পোস্ট করে মোদিকে ট্যাগ করেছিলেন এই অভিনেতা। নির্বাচনে জয়লাভ করার পরেও তারকারা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।
জিএ/পি