• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কায়রো অপেরা হাউসে বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৯, ১৭:৪৪

মিশরের কায়রো অপেরা হাউসে বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। ‘রামাদান কালচারাল নাইটস’ শীর্ষক ১৫দিন ব্যাপী আন্তর্জাতিক এ আয়োজনে ২৭ মে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একঘণ্টা ছিল বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশের এই সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন শিল্পী সুজিত মুস্তফা, টুনটুন বাউল, মেহেরিন ও নাসরিন ইলা। যন্ত্র সহযোগী ছিলেন বিনোদ রায়, আতিকুর রহমান, শাহ কামাল, নয়ন মিয়া ও শুভ্র।

সাংস্কৃতিক দলের প্রধান ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ছানিয়া আক্তার। সমন্বয় করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ ও সদস্য হাবিবুর রহমান। আয়োজকদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন শেষে ৩১ মে দলটি দেশে ফিরেছেন।

জিএ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়