আরটিভি’র ঈদের দিনের অনুষ্ঠানসূচি
আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় থাকছে বৈচিত্র্যপূর্ণ নানা অনুষ্ঠান। সকাল ১০টা ৫ মিনিটে: সিসিমপুর (সরাসরি)। সকাল ১০টা ৪০ মিনিটে: বাংলা ছায়াছবি : জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার। অভিনয়ে: শাকিব খান, পূর্ণিমা, আলমগীর প্রমুখ।
দুপুর ২টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি: ওয়ার্নিং। অভিনয়ে: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। সন্ধ্যা ৬টায়: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মিস্টার অজুহাত’। রচনা: সাজিন আহমেদ বাবু, পরিচালনা: মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা, আরফান আহমেদ, মিলন ভট্টাচার্য্য, মিলি বাশার, ফখরুল বাসার মাসুম, তাবাসসুম মিথিলা প্রমুখ।
সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ধামাকা অফার’। রচনা ও পরিচালনা: মাসুদ সেজান। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ডা. এজাজুল ইসলাম, আব্দুল্লাহ রানা প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে: মোশাররফ উৎসব।
রাত ৮টা ৩৫ মিনিটে: একক নাটক ‘মামুন মামা’। রচনা: দয়াল সাহা, পরিচালনা: শেখ সেলিম। অভিনয়ে: জাহিদ হাসান, পিয়া বিপাশা, লায়লা হাসান, আনন্দ খালেদ প্রমুখ।
রাত ৯টা ৪০ মিনিট থেকে: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তালমিছরি? না হাওয়াই মিঠাই!’। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রোবেনা রেজা জুঁই, আরফান আহমেদ, প্রাণ রায়, রিমু খন্দকার, আহসান কবির প্রমুখ।
রাত ১০ টায়: একক নাটক ‘শেষের অপেক্ষায়’। রচনা : মোহন আহমেদ। পরিচালনা : সকাল আহমেদ। অভিনয়ে: রিয়াজ, জাকিয়া বারী মম প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে: মাইন্ডশেয়ার নিবেদিত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে’। রচনা : রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা : সাইদুর রহমান রাসেল। অভিনয়ে : জাহিদ হাসান, তানিয়া আহমেদ, সালাহউদ্দিন লাভলু, শবনম ফারিয়া, সাজু খাদেম, আরফান আহমেদ প্রমুখ।
রাত ১১টা ৩০ মিনিটে: গ্রামীণফোন নিবেদিত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘চলো দিগন্তে’। রচনা : হাসনাত বিন মতিন ও আর বি প্রীতম। পরিচালনা : আর বি প্রীতম। অভিনয়ে : ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মুশফিক ফারহান, শাওন, মৌরী সেলিম, চাষী আলম প্রমুখ। রাত ১১টা ৫০ মিনিটে: টেলিফিল্ম : আনোয়ার দি প্রোডাকশন বয়। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ।
জিএ/পি
মন্তব্য করুন