• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

সানির কারণে বিপাকে যুবক!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জুলাই ২০১৯, ১৬:৩৫
সানি লিওন

বলিউডের বিতর্কিত নাম সানি লিওন। খোলামেলা অভিনয়ের কারণে বরাবরই সমালোচনার শিকার হয়েছেন তিনি। বিতর্ক যতই হোক না কেন সানির সঙ্গে কথা বলার বা তার সঙ্গে দেখা করার আগ্রহী মানুষের সংখ্যাও কম নয়।

হ্যালো, কে বলছেন?, হ্যালো, সানি লিওন বলছেন। একের পর এক সানি লিওনকে চেয়ে ফোন আসছেই। আর এই ফোন কল রিসিভ করতে পাগলপ্রায় দিল্লির যুবক পুনীত আগারওয়াল। মূলত তার কাছেই ফোন করে সবাই সানি লিওনকে চাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো এই যুবকের সঙ্গে সানির কোনও পরিচয় নেই।

------------------------------------------------------------------------
আরো পড়ুন : কোথায় হানিমুনে গেলেন নুসরাত?
------------------------------------------------------------------------

পুনীত জানান, প্রতিদিন প্রায় দেড় হাজার পুরুষের কল আসছে। সবাই সানি লিওনের সঙ্গে কথা বলতে চায়। আবার অনেকে নানা ঈঙ্গিতপূর্ণ এবং অশালীন আবদার করছেন।

ছোট একটি ভুলের কারণে পুনীতকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি ‘অর্জুন পাতিয়ালা’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে। সেখানে আইটেম গানে নেচেছেন সানি। গানের শেষ দৃশ্যে দেখা যায় নায়ক দিলজিতকে নিজের ফোন নাম্বার দেন সানি। আর কাকতালীয়ভাবে নাম্বারটি মিলে গেছে পুনীতের নাম্বারের সঙ্গে। আর তাতেই বিপত্তি হয়।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ভাতা নিতেন সানি লিওন, ফাঁস হলো আসল রহস্য
যে কারণে সানি লিওনের শো বাতিল করল পুলিশ
ফের বিয়ে করলেন সানি লিওন
আমি তো সানি লিওন না: শিরিন শিলা