• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কিশোর কুমারের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৯, ১২:৪৮
কিশোর কুমার

ভারতীয় কিংবদন্তি সঙ্গীত তারকা কিশোর কুমারের জন্মদিন আজ ৪ আগস্ট। ১৯২৯ সালের আজকের এই দিনে কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন।

গায়কের বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী। মায়ের নাম গৌরী দেবী। চার ভাই বোনের মধ্যে কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ।

কিশোর কুমার একাধারে ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক,চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। ভারতীয় চলচ্চিত্রে সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত তিনি।

বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়লম, ওড়িয়া, এবং উর্দু এমন অনেক ভাষায় গান করেছেন তিনি।

গানের বাইরে বেশকিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বিখ্যাত কয়েকটি কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮), হাফ টিকিট (১৯৬২), পড়োশন (১৯৬৮), হাঙ্গামা (১৯৭১), পেয়ার দিবানা (১৯৭৩), বাড়তি কা নাম দাড়ি (১৯৭৪)। তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে নোকরি, বন্দি, দূর গগন কি ছাঁও মে, দূর কা রাহি। ১৩ অক্টোবর ১৯৮৭ সালে না ফেরার দেশে পাড়ি জমান তুমুল জনপ্রিয় এই শিল্পী।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কিশোর কুমারের বায়োপিকে আমির খান