• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

‘স্ক্রিনশট’ আতংকে অপূর্ব-সাবিলা নূর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ আগস্ট ২০১৯, ১৩:২৭
অপূর্ব, সাবিলা নূর, স্ক্রিনশট,

এই সময়ে স্ত্রিনশট যেন ভায়াবহ রকম এক আতংকের নাম। আমাদের চলমান বর্তমান জীবনে যেটা হয়, পার্সোনালি কারও সঙ্গে চ্যাট করতে গেলে স্ক্রিনশটের একটি ভয় থেকেই যায় সবার মধ্যে। বাই চান্স স্ক্রিনশট যদি প্রকাশ হয়ে যায়।

বেশিরভাগ টিনেজাররা স্ক্রিনশটের আতংকের মধ্যেই থাকছে প্রতিনিয়ত। তেমনি এই স্ক্রিনশট নিয়ে আতংকে আছেন অপূর্ব এবং সাবিলা নূর। পাঠক, তবে বাস্তবে নয়। সম্প্রতি এই জুটি অভিনয় করলেন ‘স্ক্রিনশট’ নামক একটি ঈদ উল আজহার বিশেষ নাটকে।

আমাদের রিয়েল লাইফের মধ্যে যা হয়, একটা মানুষের সঙ্গে আমাদের পরিচয় হলো আমরা ভালো-মন্দ বুঝে উঠতে পারি না যে তার সঙ্গে আমাদের সম্পর্কটা কী, ভালো মানুষ না খারাপ মানুষ। ফেসবুকে তো চ্যাটিং করতেই থাকি, তারপর একটা সময় গিয়ে মনে হয়, মানুষটা স্ক্রিনশট নিয়ে নিলো নাকি? কাউকে দেখাচ্ছে নাকি? আমাদের কনভারসেশনটি কি একটু গভীর হচ্ছে? এই সবের মিশেলে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

নাটকটি নিয়ে অপূর্ব বলেন, গল্পটি খুবই মজার। বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই নাটকটি তৈরি হয়েছে।

মোশনরক এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নাটকটি এবারের ঈদ উল আজহায় ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও ফারিণকে নিয়ে যা জানালেন নির্মাতা অমি
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
নির্বাচন নিয়ে উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের বক্তব্য ব্যক্তিগত মতামত: অপূর্ব জাহাঙ্গীর