ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ হারালেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১০ আগস্ট ২০১৯ , ০৬:৫৮ পিএম


loading/img

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হলো তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দীর্ঘদিন এই পদে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

এবার প্রসেনজিতের জায়গাতে বসানো হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের তথ্য ও সম্প্রচার দপ্তর।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। যার কারণে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘আমি খুব দুঃখ পেয়েছি। আমাকে যে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে, তা অফিসিয়ালি জানানো হয়নি। আমি জেনেছি মিডিয়ার কাছ থেকে। তবে এ বছর আমি সত্যিই খুব ব্যস্ত। কোনও দায়িত্ব নিলে, তার সঙ্গে জাস্টিস করতে পারব না। তাই অব্যাহতি চেয়েছি। তবে রাজের প্রতি আমার পূর্ণ সহযোগিতা রয়েছে। ওকে বলেছি, ওর প্রয়োজনে সব সময় পাশে থাকব।’

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |