• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পাকিস্তানে গান গেয়ে নিষিদ্ধ মিকা সিং

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৯, ১৯:১২

কাশ্মীর ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঠিক এমন একটি সময়ে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফের ঘনিষ্ঠ এক কোটিপতি ব্যবসায়ীর মেয়ের বিয়েতে মিকা সিং ও তার দলের গান গাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এরই মধ্যে মিকা সিংকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মিকা সিং অনেকটা গোপনে পাকিস্তানে যান এবং সেখানে ৮ আগস্ট ওই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের কয়েকজন মিকা সিংয়ের সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

বিষয়টি নজরে আসে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের। মিকাকে নিষিদ্ধ করল তারা। নির্দেশ না-মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। বিবৃতি দিয়ে জানানো হয়, ফিল্ম প্রোডাকশন হাউস, মিউজিক কোম্পানি ও অনলাইন মিউজিক কনটেন্ট প্রোভাইডাররা মিকাকে বয়কট করছে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়