• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৯, ১৬:০৩

ভারতীয় বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গতকাল বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তার চিকিৎসার জন্য ৭ সদস্যর এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক পরিস্থিতির নিয়ে চিন্তিত ছিলেন তার ভক্তরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানান, ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তুলনামূলকভাবে কম অক্সিজেন প্রয়োজন পড়ছে।

জানা গেছে, আজ অবশ্য আইসিইউ থেকে ছাড়া পাচ্ছেন না সৌমিত্র। আরও একদিন তাকে চিকিৎসকদের কড়া নজরে থাকতে হবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: হানিমুনের ছবি পোস্ট করে বিতর্কিত রাখি
---------------------------------------------------------------

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৪ বছর। শ্বাসকষ্টের পাশাপাশি বার্ধক্যজনিত রোগও রয়েছে তার। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান সৌমিত্র।

এরপর একে একে ১৪টি সিনেমায় অভিনয় করেন সত্যজিৎ রায় এর পরিচালনায়। অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে যান অন্যরকম উচ্চতায়। সেই থেকে এখন পর্যন্ত তিনি অভিনয় চালিয়ে যাচ্ছেন বিরতি ছাড়াই।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়