• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মারিয়া নূরের প্রথম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ আগস্ট ২০১৯, ০১:১২

প্রথমবারের মতো কোনও মিউজিক ভিডিওর মডেল হলেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। সঙ্গীতশিল্পী ইমরান এবার উপহার দিচ্ছেন তার নতুন গান-ভিডিও ‘শুধু তোমায় ঘিরে’। আর এই গানেই মডেল হয়েছেন মারিয়া নূর। শরীফ আল দ্বিন এর কাব্য কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজনে আছেন মুশফিক লিটু।

গতানুগতিকতার একটু বাইরে গিয়ে, চলমান মিউজিক ভিডিওর উজানে হেঁটে সম্পূর্ণ ভিন্নরূপে গানটির ভিডিওর গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

প্রথমবার গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে মারিয়া নূর জানান- ‘আমি ইমরানের গানের একজন শ্রোতা। মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব অনেক আগে থেকেই পেয়ে আসছি। কিন্তু করা হয়নি। ভিকি জাহেদ যখন গান এবং ভিডিওর গল্পটি শোনালেন না করতে পারলাম না। কেন না করতে পারলাম না, গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শক অবশ্যই বুঝতে পারবেন।

আগামী ২৯ আগস্ট গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়