• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এবার বাংলাদেশে ফিল্মফেয়ার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ আগস্ট ২০১৯, ১৮:২৪
ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড
ছবি সংগৃহীত

ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন আয়োজকরা। আসছে ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এ আসর।

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে এ ফিল্ম অ্যাওয়ার্ডের আয়োজন করা হবে। এ নিয়ে নির্মাতা গৌতম ঘোষ এক প্রেস মিটে তথ্যটি জানান।

জানা গেছে, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রকে ‘ওয়ান উইন্ডো সিস্টেম’-এর মাধ্যমে বাংলা ভাষার চলচ্চিত্রকে পুরো বিশ্বের দর্শকের কাছে পৌঁছানোর জন্য উদ্যোগটি নেয়া হয়েছে।

ভারতের জুরি কমিটিতে গৌতম ঘোষের পাশাপাশি আরও থাকছেন অভিনেতা-মন্ত্রী ব্রাত্য বসু, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং একজন প্রযোজক ও সাংবাদিক। শিগগিরই বাংলাদেশের জুড়ি কমিটি গঠন করা হবে।

মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। বাংলা ছাড়াও আরও আট ভাষার চলচ্চিত্রের জন্য রয়েছে পুরস্কার। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, ভোজপুরি, গুজরাটি ও হিন্দি ভাষার ছবিও দেখানো হবে।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়